দুপারের ছবি নিয়ে বেশ ব্যস্ত ছিলাম।


এই সেদিনও দুপুরে
মোসাহেব সত্যেনকাকুকে বাবা বলছিলো,
'দেখ্ , সোতো এটা কেমন হলো?
আজকাল কেউ আর কাউকেই
ঠিকমতো সমীহ করেনা, নইলে ...'


তালে তাল দিয়েই কাকুর জবাব,
'যা বলেছ! সব উড়ে চলা দিকহারা পাখি
অজানা পথে পাড়ি দিচ্ছে তো দিচ্ছে
আছড়েও পড়ছে যখন তখন...'


এসব শুনে বিশের ঘরে দাবদাহ
তাঁদের আঁধারঘরেই হলো বিদ্যুৎ ঝিলিক,
'তোমরা তো আগেই এসেছিলে
পেরেছো কি জঞ্জাল সাফ করতে একটুও?
একটু চলার মতো পথও যদি পেতাম
উড়তে পারতাম গন্তব্যেই... '


এর পর অনেকটা চললো সাদা রিল
আর তারপরেই
দুপারের ছবিতে শুধুই কাট্...কাট্ আর কাট্...


'