ঘুড়িও জানে, ভো কাট্টার মানে।
লাট খেয়ে কখনো বনে জঙ্গলে-
পরোয়ানা জারি পানসা জীবনে,
নয়তোবা সরাসরি গঙ্গার জলে!


তবু খোসমেজাজেই মাতে রণে,
ময়ুরপঙ্খী  কিংবা মুখপোড়ায়।
লাটাই যদিও অন্য কোনোখানে,
ইচ্ছের মূল্য কেবা কাকে দেয়?


এমনই বোধহয় অনাদিকাল চলে,
নানা ভূমিকায় যুদ্ধ অনিবার্য যেন!
জীবন শেষ হয় দাবার গুটি চালে-
জানে না কেউ লড়াই জারি কেন?  


অঙ্গুলিসঞ্চালনে জীবন নিয়ে ঠাট্টা
নাজানা সত্ত্বেও চলে এ ভো কাট্টা!