গঙ্গার পলি চুরি হয়ে যায়।
সওদা চলে নিয়ম মতো,
তাতেই গড়ে ওঠে নতুন প্রতিমা।
এরপরেও পারের ভাঙন রোধ!
অন্ধকারে পথ হাতরে যাওয়া।
প্রতিটি পদক্ষেপে পা পিছলে যায়।


সবুজ বুকে বিষ ছড়ানো,
তাও চলে চোদ্দশাকের বাহার।
কুকুরের কান্না বাজির তাণ্ডবে,
শুধু আমরাই বুঝি না শব্দদূষণ,
ফানুস হয়ে অনিয়ম আকাশের পথে।
বাঁচবার আশা ক্ষীণ হতে ক্ষীণতর।


এটাই আদর্শ অমাবস্যা রাত!
এবার দেবী জাগবেই আবার,
এখনো নজরে পড়ে, কিভাবে -
কালো ধোঁয়া হার মানাচ্ছে স্বচ্ছ ধোঁয়াকে।
অমানিশা জুড়ে চলবে আলোর চাতুরী,
আমি জানাতে চাই একটি শুদ্ধ প্রণাম।


তারপরে শুক্লা প্রতিপদ,
বাঁকা চাঁদের নিশানায় প্রথম আলো-
জ্বলবে আবার ,
তাই দেখে পথচলা শুরু হবে,
আমি উড়ে যাব শ্যামাপোকার মতোই
আলোর সন্ধানে।