তুমি যদি চাঁদ নাইবা হও
আমি তো নদী হতেও পারি
কখনো ভাব কখ‌নো আড়ি
লেগেই আছে যুগযুগান্তরে
যেন বাঁশির মনমাতানো সুরে...


এতে ভাবনার কি আছে
সূর্য তোমায় নাজেহাল করে রক্ত শুষে নিচ্ছে
দেখো!  সময়মতো ইচ্ছে হলেই
ঢেকে দেবো ওর সব জ্যোতি মূহুর্তেই
রাহু কেতু মিলে এক ছন্নছাড়া পরিবেশ...


জনান্তিকে বলে রাখি
একদিন সবাই মিশে যেতেও পারি
গুটিয়ে লেনাদেনার ভার কোনো অন্ধকার নিঃসীমে
তবুও আলোকসম্পাতে বঞ্চিত করবে না,
আর সে জন্যই উদারপন্থী তার মতবাদ...