না জানার চাপে পড়ে,
জানা কথাগুলো ভাষা হারাচ্ছে।
অপজাত লতাপাতা শুকিয়ে যাচ্ছে,
দোটানায় জীবন যেমন...


ট্রেনে ফেরিওয়ালাদের দেখে মনে হয়,
সামান্য যোগ্যতা সত্ত্বেও
কিভাবে কৌশলে তুচ্ছ সামগ্রীর মান বাড়িয়ে  দেয়।
দিনভর খেটে একটু হাসি কেনার জন্যে...


না পাওয়া খুশি কিনতে ব্যস্ত সবাই,
অথচ সংগ্রহ শেষমেষ বিপদ ডেকে আনে,
শ্যামাপোকার আলোয় মরণ!
তবুও অবিরাম ছুটছি পাল্লা দিয়ে...


শিরা উপশিরায় কেবলই বিদ্রোহ ...