এখন প্রায় নিয়মিতভাবেই
ঋতুরা যখন তখন অসময়ে ভীড় করছে,
ভীড় করছে মাঝে মাঝেই কলম জুড়েও,
একসময় ভাবনাটা ছিলো
সময়ের সবজিগুলো সময়মতো খাওয়ার
বাজারে কেউই তেমন দুষ্প্রাপ্য নয়,
তাই মনে হয়
যখন যে আসছে আসতেই দাও__
ওরা সবাই যে বড় আপন...


আজও বেশ চেষ্টা করি
ঋতুর বদলে তালে তাল মিলিয়ে চলার,
নিজেকেও প্রয়োজন মতো বদলানো কিঞ্চিত,
আসলে ঠিকমতো উপযোগী না হলে যে
সাধের পৃথিবীতে টেকাই দুষ্কর!
তবুও মাঝে মাঝেই সুতোর কিঞ্চিত হেরফেরে
জীবন আর মরণের মধ্যেকার,
সীমানাটা চিনতে কেমন যেন ভুল হয়ে যায় ...