থাকবে মাথা? কাটা যাবে!
পরোয়া নেই তাতে।
শিরোনামে থাকতে হবে,
গরম! নয়া পাতে।।


পদক জয়ের লাইনে,
ভীড় তো নেই কম।
লাটে রেখে পথ, আইনে ;
সস্তায় হরদম।।


সাজগোজে নিত্য চমক,
ছুটছে দিন রাত।
রিপোর্টার! দিয়ে ধমক,
রঙেই বাজিমাত।।


সুনাম দুর্নাম তোপে,
মান্যি থোড়াই করে।
শিরোনামে মোটা হরফে,
মরতে যেন পারে।।


এই পথটা দিব্যি ঢালু,
রমরমা এর বাজার।
মুখেতে গাল মনে চালু ;
শিরোনামের আচার।।


@@@@@@@@@@@@@@@@@


***  বর্তমানে শত কুৎসা গায়ে মেখেও
কিছু মানুষ চায় সংবাদপত্রের শিরোনামে
থাকতে।এই প্রবণতাগুলো বেশ ভাবাচ্ছে।
তাই, আমার এই নিবেদন।


@@@@@@@@@@@@@@@@@