যখন দেখি হৃদয় পারে,
অমৃত বাণী  অঝোর ধারে,
জীবন ভাষা ব্যক্ত করে।


তখন বুঝি পাগলপারা,
অন্ধকারে আলোক ধারা,
জ্বালে মুক্ত মানব যাঁরা...


আর সেখানে স্বরবর্ণন,
দৃপ্ত কণ্ঠে উচ্চারণ,
শিখর চূড়ে করে গমন।


এগোই ধীরে পরান পণ,
পেছনে রেখে ভীত মরণ,
সামনে খুঁজি ঠিক জীবন।।


স্লোগান দিয়ে চলতে থাকি,
নতুন দিশায় সাগর ঢাকি।