রাবার মোছা স্মৃতির বোঝা পেরোই সোহাগ ছলে,
হরির  লুটে  খেটে  খুটে   একটু  প্রসাদ  পাওয়া।
দমকা  হাওয়া  পড়তে  যাওয়া বাতি নেভায় বলে,
রাবার মোছা স্মৃতির বোঝা পেরোই সোহাগ ছলে।
তাল  পাখাতে  হাওয়ার  সাথে  মা'র বকুনি চলে,
কানমলা খাই ফের ভুলে যাই চোখে সজল চাওয়া,
রাবার মোছা স্মৃতির বোঝা পেরোই সোহাগ  ছলে,
হরির  লুটে  খেটে  খুটে   একটু  প্রসাদ  পাওয়া!