ভূস্বর্গে নামার পরে...


ঘুরেফিরে দেখবার অনুমতি কব্জায়,
ইতস্ততঃ জনপদের একজন হয়ে
ছোট্ট এক‌টি লাঠি সম্বল করে
সোজাসুজি হেঁটেই চলেছি,
ডানপাশে সিন্ধনদীটা নীলাম্বর বেশে, হেসে;
একসময় হাঁটাও শেষ
একটু দূরেই গ্লেসিয়ার, হাঁ-মুখও বলা চলে...


বরফ মেখে, বরফ মুখে বেশ উদ্দমেই
খানিকটা পথ ওই চড়াইটার দিকে,
এখান থে‌কে দৃশ্যতঃ সিন্ধের দুরন্তপনা সীমাহীন,
অনিমেষে চেয়ে থাকি;
সাদামেঘ এখনও সেই আকাশের নীলে,
আর সাদা ধবধবে চাদরে বরফও
আমাকে টেনেই চলছে এক অজানা আকর্ষণে...


অদূরেই সোনার দেশ ওই সোনমার্গে...


১৭ ই সেপ্টেম্বর, ১৯৮২,
ভূস্বর্গ কাশ্মীর।