প্রথম দেখার রাতে
এলে গোলাপ হাতে
আচমকা পরিচয়।


অনেকটা পথ হেঁটে
ক্লান্তি গেলো সেঁটে
আরাম সবার নয়!


আজকে এখন ওরা
প্লাস্টিক এক তোড়া
অনায়াসে ধরা যায়!


একে জীবন বলো?
আশায় আশায় চলো,
যা তেপান্তরে ধায়!


মুক্তোছাড়া ঝিনুক,
প্রেমিক হারা চিবুক
সব দুদিনের দায়,


গোলাপ শুকিয়ে যায়
রই যে অবজ্ঞায়
স্মৃতিসৌধ প্রায়।