এরপর থেকে
দৃশ্যবদলের পালা বেশ দ্রুতই এগোচ্ছিলো।
সামাজিক দৃষ্টিকোণ হারিয়ে,
ধীরে ধীরে,
ব্যক্তিকেন্দ্রিক জীবন মূল্য পেল।


রতনের বোন মালা স্বাধীন হলো,
অনেক পথে অনেক কাদাঘেঁটে,
আজ তার ওঠা বসা মন্ত্রীমহলে,
বিনিময়ে সংসার বেঁচেছে,
মেয়ের আনা টাকার প্রাচুর্য,
ছেলে হারানোর ব্যাথায় প্রলেপ দিয়েছে।


আজ আর মালার ভাবতেও ইচ্ছে করেনা,
সেই হারিয়ে যাওয়া দিনগুলো!
ওর জীবনের প্রথম বসন্ত,
কোথায় হারিয়ে গেছে ...


ভাবতে অবাক লাগে
রতনের বন্ধু বিকাশের প্রেমে পড়েছিলো,
আজকের মডগার্ল মালা,
ওর একসময়ের স্বপ্নরাজপুত্র বিকাশ
আর বিকশিত হলো কই?
স্রেফ ফালতুর দলে,
Idealism নিয়ে বসে ছাপাখানায় ধুঁকছে।
যত্ত backdated fools.


(ক্রমশঃ... দ্বাদশ খণ্ডে সমাপ্য।)