বিভীষিকাময় দিন চিরস্থায়ী হয়না,
মেঘ কাটবেই একদিন,
তেমন করেই এলো পরের দশক।


সন্ত্রস্ত মানুষেরা শান্তি ফিরে পেলো,
সংঘাতের দিনে ফেরা - আর নয়,
ঘরমুখী জীবন হলো শুরু,
ফায়দা লুটলো অনেকেই,
ক্লাবমুখী জীবনেও ঘাটতির পালা।
ফলবশতঃ সেই দুঃসময়ে
ক্লাবের ভার নিলাম মুষ্টিমেয় কয়েকজন।
খুঁড়িয়ে খুঁড়িয়ে কয়েক বছর না কাটতেই,
আবারও মৌচাকে মৌমাছির ভীড়।
আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিলাম।
সত্যের পথ থে‌কে বিচ্যুতি
হয়তো কিছুটা হলো
হয়তোবা আপোসনীতির রক্ষার্থে
বেশকিছুটা ভ্রষ্ট হলাম
চলার পথ থেকে,


তবুও বলব
মনেপ্রাণে তখনই বেশ বুঝেছিলাম,
সামাজিক অবস্থানের নতুন ধারায়,
আমি ছিলাম নিতান্তই বেমানান।


(ক্রমশঃ... দ্বাদশ খণ্ডে সমাপ্য।)