ট্রেনে বাসে ভীড়ের থে‌কে-
প্রাণ বাঁচা‌তে গিয়ে,
রাস্তাঘাটে কটূক্তি হতে-
সম্ভ্রম রক্ষা করতে গিয়ে,
স্কুল টপকে কলেজে যাবার-
অশালীন চাহিদা মেটাতে গিয়ে,
কিম্বা, বেকার ভাতার অন্যায্য দাবী-
সংগ্রহের জন্যে ছোটাছুটি করতে গিয়ে,
যখনই বিতৃষ্ণা জমতে থাকে-
সারাটা বছর জুড়ে...


তেমনি সময়ে,
গুমোট কাটাতে শ্রাবণ ধারা-
স্বাধীনতার রূপে এসে হাতছানি দেয়!
আবারও এক বছর স্বপ্ন তৈরী করতে।


এমনভাবে স্তরে স্তরে-
স্বাধীনতা ছড়াতে ছড়াতে,
আজ,
সুবর্ণ জয়ন্তী লগ্নে স্বাধীনতা।


স্বভাবতঃই আনন্দের জোয়ার এসে গেল,
আমাদের ক্লাবেও নেই ব্যতিক্রম ...
নামজাদা নেতা আসছেন পতাকা তুলবে,
প্রভাতফেরির আওয়াজও তাই ...
তুঙ্গে এ বছর।


   (ক্রমশঃ... দ্বাদশ খণ্ডে সমাপ্য।)