সঠিক উত্তর না পেয়ে,
আমার গম্ভীর গলা শুনে,
মেয়ে চুপ হয়ে গেল।
তার কাঁদো কাঁদো মুখ দেখে বুঝলাম,
সে আঘাত পেয়েছে।


ও আঘাত পেলো,
কথাটার মানে না বোঝানোয়,
আঘাত আমিও পেলাম,
কথাটার মানে বোঝার যন্ত্র‌নায়,


তবুও,
ঘোর অন্ধকারে যেন একটু আলোর সাড়া,
আমি চাই,
সুবর্ণ জয়ন্তীর এই সকাল থে‌কে,
নিজেকে দর্শকের আসনে বসিয়ে,
দেখে যেতে,
ভবিষ্যৎ এর এই সরল জিজ্ঞাসা,
মাস্টারমশাই এর সত্যকে সঙ্গী করে,
কতদূর চলতে পারে,
বাধাহীন ভাবে।


আজ এটাই শুধু লক্ষণীয় ,
আমার ....আমাদের .....।


                 -- :    য ব নি কা     : --