ব্যক্তিস্বাধীনতা ছড়াচ্ছে সংক্রামক ব্যাধির মতই।


বাবা মায়ের স্বাধীনতার প্রতিযোগিতায়,
অবহেলিত, নিঃসঙ্গ প্রতীক স্বাধীন হয়েছে।
Rapsong এর মত Rapid জীবনে,
উন্মাদনা খুঁজে বেড়াচ্ছে দিনরাত্তির।


শ্রমিকের স্বাধীনতার চাপে,
কারখানার যন্ত্রে মরচে ধরে গেছে।
জমি বিক্রির টাকা পাচ্ছে মালিক-দালাল,
মধ্যবিত্ত পাচ্ছে নতুন নগরী।


ব্যবসায়ী মহলের স্বাধীনতা,
দাবা খেলছে রাজনীতি নিয়ে।
তাদের দাবার মন্ত্রীগণ,
এখন আর সততার দাবীও করে না।
'কোন দলে কত কম অসৎ এর ভীড় '
সেটাই একমাত্র মাপকাঠি - সততার!


   (ক্রমশঃ... দ্বাদশ খণ্ডে সমাপ্য।)