মানসীর আসা দেখি নি সম্মুখে।
দেখেছি ছবি, সুরে বা মনকোণে,
কখনো ভাসে ম্যাসেঞ্জার টঙ্কারে!
তবু সারাদিন কেন সে এলো না ?


ওকে তো বেশ ভালো করেই জানি,
কখনো সেচ্ছায় দূরেতে থাকে না।
পৃথিবী যখন হাজির কামরায় -
তখন থেকেই মানসীর এ ডাক।


মোবাইলে কি কিছু ধূলো জমেছে?
যদি সেটাও হয়, তাও বলবে তো -
'ধ্যাৎ, কিচ্ছু ভাল্লাগছে না রে.
চল না কিছু স্বপ্ন কুড়িয়ে আনি।'


'সে আমায় ফেলে দূরে থাকে না,
আমি কষ্ট পাই বলে ' তাও জানি।
তবু কেন এমন হতাশ  ধোঁয়া !!!
চোখ বিদ্রোহ করেই বুজে এলো।


স্বপ্নে হারিয়ে যাই, কীটপতঙ্গ ঘোরে,
দংশায়, "আহা" বলার কেউ নেই।
একসময় রক্তচোষাও শেষ।
যন্ত্রনা আপন হয়, আমি মুর্ছনায়।


লাল, নীল, সাদা, কালো চারিপাশে...
শুধু আমি নেই ...