আমার ভাবনা -
যেন হালকা একরাশ ধোঁয়া,
যায় না ছোঁয়া,
হাতে গড়া কাগুজে বিমানের মত ভাসে,
দুরন্ত বাতাসে।


তোমার ভাবনা -
উদ্দাম লহরে আবৃত সাগর অতলে,
আপন দখলে।
তাঁর মুক্তো সম্ভার, কোন সুদূর থেকে,
আমায় ডাকে।


একমুখী দুজনের ভাবনার সংগম স্থলে,
হঠাৎ কখনো কোন সুতনুকা জলপরী এলে,
গান গেয়ে যায়, ভরা পূর্ণিমায়।
সেই গান জীবনেরে,
ভরায় সোনালি অক্ষরে।


তখন, আমার সমস্ত কাজের পাহাড়,
মুহূর্তে ভেঙে চুরমার।
সে খুঁজে পায় সুন্দর সবুজ এক উপত্যকা।
তোমার উদার আশ্রয়ে চেয়ে  দেখি
নানান রঙে...একি!
আমারই তো জীবন রয়েছে আঁকা।