বেশতো নানান পসরা সাজিয়ে
দিব্যি বসে আছো
প্রথমেই চাইবো একটু তাপ
জীবনটা বজ্রকঠিন করতেই হবে...


আশ মেটেনা কিছুতেই
না হয় দিলেই মলয়ানিল
তাপিত দেহে শীতলতা চাই
গোলাপ ফোটাতে গেলে...


পারলে দিও ভারী বর্ষণ
কিছুটা বন্যা, মাটী হোক খাঁটি
আজ হেমবন্তীও খুঁজতে ব্যস্ত
শরতের শিউলি ...


ছোপ ছোপ শিমুলতুলো
ছড়িয়ে আকাশে
শোন শত দুর্গতি কাটিয়েও
কাশের ঢেউয়ে আগমনী...


যদিও দাপট কাটেনি
অকরুণ অমাবস্যার
তবুও চাইবো এক‌টি মিষ্টি সকাল
পারলে সেটাও দিও...