বৃষ্টি বার বার এলেও চলে যায়,
ভেজা খড়কুটো! রাঙা শাড়ি হাওয়ায়।
দৃষ্টি আরো বেশী ভেজা - যেমন চায়!!  


সবই বৃষ্টি ধোয়া! মিষ্টি হাসিও!!


বানভাসি কান্না স্মৃতি সৌধ গড়ে,
টাকা ওড়ে...! সবুজ দেখি আছড়ে পড়ে!!
নদীতে পলি - সভ্যতা উজাড় করে।


শূন্য আজো বহু বসন্ত যদিও ...!!!