রাত না পোহাতে,
জানালার পথে,
ঝলমলে এক  আলো।
আজকের মন,  
ফাঁকা উন্মন,
বড্ডই  অগোছালো।।


পর্দাটা খুলে,
বাইরে তাকালে-
দেখলাম দুটো পাখি।
চারপাশে ঘুরে,  
কিচমিচ করে,
করছিল ডাকাডাকি।।


বলি ধীরে ধীরে,  
" বল বাছা ওরে!
কিছু কি বলার আছে?"
শুনল পাখিরা ,
দূরেই বেচারা,
বসল বকুল গাছে।।


দোসরটা এসে,
মিটিমিটি হেসে,
পাকালো দুচোখ তার।
ঠোঁটের ডগায়,  
শিস দিয়ে যায়,
"ভালো হোক সবাকার।"

বুলবুলি গেয়ে,
বলে উঁকি দিয়ে,
" সুপ্রভাত আমার!!
বন্ধুরা দেখ,
একসাথে থেকো,                
শুভাশিস বার বার। "