ছুটি অবসরে গেছি পুরী সমুদ্রতে,
বরাবরই অভ্যেস প্রভাতী ভ্রমণ,
কথা ছিলো, পরদিন উল্কার দর্শন।
তারা থেকে ধুমকেতু, তাও লয়পথে।
বিবশিত মনে দেখি আলো প্রসারণ,
সামনে নিকষকালো গর্জনে সাগর ,
দূরে আকাশের নীলে রঙিন আলোর
দ্যুতি ,নৈসর্গিক দৃশ্যে বেশ কিছুক্ষণ।


কোথা লুক্কায়িত ছিলো?কোন নভোনীলে?
চারদিকে লাল নীল হলুদ সবুজ ,
উল্কাপাত অনর্গল! বোঝেনা অবুঝ
মন। সাক্ষী শুধুমাত্র  কয়জনা মিলে।
ভোরের আলো ফুটেছে, মনের রঙের-
থাকুক না সূর্যসাক্ষী প্রতিটি ক্ষণের।



* একটি ধুমকেতু শেষ অবস্থায় উল্কা
হয়ে ঝরবার কথা ছিলো। কিন্তু সেটি
একদিন আগে পড়তে থাকে। আমার
মত প্রাতঃকালীন ভ্রমণে অভ্যস্তজন
সেই নৈসর্গিক দৃশ্যের সাক্ষী।