সে আমার বড়ই আপনার,
আমার জীবনে তার অবদান
কোনভাবেই ভুলবার নয়;
মেঘের দাপটে কদাচিৎ কখনও
যদিও বা পর্দাণশীন হয়-
নিজস্ব তেজ বিকিরণে পূর্ণবিকাশেই
আবার উঠোন জুড়ে ছড়িয়ে দেয়
তার আলো আঁধারির কল্প গান....


মেঘের দশা! জীবন ফেরত পাওয়া
এক হাসপাতালের রুগির মতই
সবাই চায় বেড খালি হোক;
ছুটি পেলেই হাওয়া সঙ্গী জীবন
মেলে ধরে সাত সমুদ্দুরে,
মাঝে মাঝে দৃষ্টি ওর কঠোর হলেও
সরে তাকে যেতেই হবে-
আসুক না যতই গুমোটভরা ক্লান্তি নিয়ে...


আর, একবার পাতলা হলেই
মনের বৈদ্যুতিন যন্তরটা!
কখন ঝলমলিয়ে উঠবে হেসে
তোমার ছড়ানো সূর্যশিখায়...