আগে পুতুলখেলা দেখতে সবাই যেতাম;
এখন কেবলই পুতুল পুতুল খেলা।


কারখানায় তালা ঝুলতো তাও দেখতাম;
আজ দেখি সরকারের হাতে তালা।


যুদ্ধ যুদ্ধ খেলায় তো ডাক্তারের হাড়হিম,
নৃত্যরত ভাইরাস নিয়ে কি জ্বালা!


প্রতিষেধকের আবিষ্কারেও যত নয়া স্কিম,
স্বাধীনতার আগেই পড়বে মালা।


শকুন উড়ছে যে নজরে শুধুই দাবার ছক,
'রইবো কদিন' প্রশ্নে সবাই নিশ্চুপ।


ভাগারেতে হায়! কত কাল আর বকবক,
বহুরূপীর কতই না বল দেখব রূপ।