পাঠ


ভাবনা খোকার বেড়েছে অনেক
পড়ার সংগে সংগে,
'হযবরল'র বেড়ালটা ওকে
মাতিয়েছে মহারঙ্গে।


শয়নে,স্বপনে,  দেখে সে কেমনে
তালগাছ উড়ে চলে,
একটাই পায়ে ভর করে তবু
চারিদিকে চোখ মেলে!


সময়ের সাথে তাল মেলালেও
'মানা'র বহর বেড়েছে অনেক,
"অংক খাতায় ছড়া কেন?"
"দুষ্টুমি করবে না কোন! "
"দেয়ালে কেন আঁকছো ছবি?
"খেলবে না নিয়ে তালাচাবি! "
এমন শাসন সব সময়েই
প্রতিদিন প্রায় শতখানেক।


কবিতা "বড় যে হতেই হবে"
স্তবকে স্তবকে সেই কথা বলবে।


কবিতা ষষ্ঠ/ এক


বড় যে হতেই হবে


আমি নাকি দুষ্ট বড়ই
                        সক্কলে তাই বলে,
আসলে ওরা বলে, আমার এই
                    পিস্তলে ভয় পেলে।
সকাল থেকেই মাথায় আমার
                    ফন্দি ফিকির ঘোরে,
লুকোই অনেক! তবুও খানিক
                      বের হয়ে তার পরে,
তাতেই কপালে নিত্য নতুন
                    পিট্টি আমার জোটে,
দেখেও না ওরা, ঠোঁটটি তখন
                    কেমন ফুঁপিয়ে ওঠে।


(চলবে)