পাঠ


ছোটমেসো তাকে প্লেন দিয়েছে;
দিয়েছে জন্মদিনেই,
চাবি দেয়া প্লেনে প্রপেলার ঘোরে
ছোটেও সমুখপানেই।
টিভিতে দেখেছে প্লেন সারাবার
কায়দাকানুন কতো!
প্রপেলার তাই খুলে ফেলে খোকা
নিজের হিসেব মতো।


কপাল আমার!লাভটা কি হলো?
শেষের স্তবকে সেটা ঠাঁই পেলো।


কবিতা ষষ্ঠ/ চার


বড় যে হতেই হবে


প্লেন ভেঙেছি, প্রপেলারটার
                ভেতর দেখবো তাই,
লাভের মধ্যে লাভ হলো শুধু
                    দাদার গাট্টাটাই।
দেখো দাদাকেও পাত্তা দেব না,
                নীল আর্মস্ট্রং হলে,
এসব কথা বুঝবে না কেউ
                  বৃথাই যাচ্ছি বলে।
কপালদোষে সবাই আমায়,
              ভাঙার দলেই ভাবে,
ভাঙা ছেড়ে তাই গড়ছি মনটা,
                বড় যে হতেই হবে।


পাঠ


ইচ্ছে খোকা মন্দ করেনি
স্বপ্নটা তার ভালো,
দেখা যাক সে চলার পথে
পায় কতটুকু আলো।


খোকার স্বপ্ন বড় হবে বলে
বড় নয় শুধু দেহে,
আপনার পায়ে দাঁড়াতেই হবে
মায়া,মমতা,স্নেহে।


ওর ভাবনারা পায় যদি ডানা
পারে আকাশে উড়তে,
পরিনত হয় জীবন যুদ্ধে
স্বপ্ন ছেড়ে সত্যে ...


বুঝবে সেদিন সবাই তাকে বুঝবে,
কল্পনাদল সেদিন ঠিকই খুঁজবে।


(চলবে)