কবিতা আমার  চাই' ছিলো তার খোকার জন্যে লেখা,
পছন্দসই হলো কতটুকু নাহয় যাক না দেখা।


তৃতীয় কবিতা


কবিতা আমার চাই


একটা কবিতা চাই
মিলছে না? তা নাইবা মিললো
ছন্দ নেই? তা নাইবা থাকলো
এলোমেলো কিছু কথাতো আছে!
তাতেই চলবে ছাই
তবু ,কবিতা আমার চাই,
কি হলো? লেখনা!!
লিখবে নাতো?
আচ্ছা মনে রেখো
এরপর আর তোমার সাথেতে
কে কথা বলে দেখো।


কি বললে? বয়েই গেলো,
তাতো যাবেই,
আমি আর কে!
আড়ি আড়ি আড়ি
জম্মের মতো আড়ি
আজ থেকে হলো তোমার আমার
একদম ছাড়াছাড়ি।


যতোই খুশিতে মাতো
কিছুতে আর তোমার সঙ্গে
কথাই বলবো নাতো,
আড়ি কিন্তু... একদম!
দূর ছাই, শুনেও শোনে না
মারবো কিন্তু!


কি বল্লে?
কবিতা হয়ে গেছে
কি? পেয়ে গেছি?
কই না তো!
ও মা তাইনাকি?
তবে আর কি.......
ডাব ডাব ডাব
একদম ভাব।


(চলবে)