(ছন্দময় এক গাঁথা)


পাঠ -


রূপকথা নয় এ গপ্পো এক ছোট্ট ছেলের কথা।
স্কুলগাড়ি বা খেলার মাঠে,
গ্রীল জানালায়, রাস্তা ঘাটে,
এমন ছেলে খুঁজলে মেলে নিত্য হেথা হোথা।


ছেলে মানেই খোকনসোনা,
জোছনা রাতে চাঁদের কণা,
দুষ্টু মিষ্টি হাসির যেন প্রাণভোমরা এক।
নাম ছিলো তার ...কি হবে নামে?
পরিচয়টা কী থাকবে থেমে...
যদি বলি খোকনসোনাই নামটি রয়ে যাক।


ঘর ছিলো তার অচিন গাঁয়ে, রূপনারায়ন কূলে,
ভাবুক খোকন ভুলতো জীবন, লাগলে হাওয়া পালে।


নৌকা বাওয়া মাঝিদের গানে,
দেখতো উদাসী আকাশ পানে,
বয়ে যেত মনে কল্পনাদল বসলে নদীর ঘাটে।
ভোরের আলোয় দেখতো বসে,
দল বেঁধে সব পাখিরা এসে,
কেমন করে আপন বোলে গান গেয়ে সব ওঠে।।


মনভরা এক খুশির আমেজে,
ঘুরতো ভাবনা কাজে বা অকাজে,
কখনো কবিতা হয়ে তার মিতা
দূরদেশে পাড়ি দিতো।
ভাই,বোন বা দাদার থে‌কে,
নিজেকে একটু তফাতে রেখে,
ভাবনাগুলোকে আপনার ঝোঁকে
আঁকতো ইচ্ছেমতো।।


(চলবে)