রাতের স্বপ্ন ভোরের সূর্য পায়ে,
দিনের স্বপ্ন গোধূলি লালিমা ছায়ে,
পথের স্বপ্ন নানাপথ বিস্তারে,
জীবন যেখা‌নে রঙিন চিত্র গড়ে।


সে স্বপ্নজালে বন্দী যেদিন হবে,
জেনো! মুহূর্তে ভাবধারা বদলাবে,
বিশ্বেরদ্বারে পথের হদিশ পেয়ে,
বুঝবে কিছুই ভাল নেই এর চেয়ে।


দুইটি জগতে তালমিল পরিনত,
পথের স্বপ্নে নিত্য কর্মে রত।