স্রষ্টার আদরে বঞ্চিত এক সুন্দরী জন্ম নিলো,
একমাত্র এটাই পরিচয় হতভাগ্য অপ্সরীর।
বলতে পারো এক ঝলক উপচে পরা যন্ত্র‌ণা,
জন্মেছিল ক্ষণপ্রভা আলো বিকিরণের জন্যে,
লুপ্ত হবে কৃষ্ণসাগরের নীলোৎপলের টানে।


অনেকের চোখেই স্বপ্নজাল এঁকেছে  কাজলে,
বিনিময়ে বন্দিনী আজ বহু মন-ক্যামেরায়,
ভাঁটির জীবনে, জোয়ারেই ভীষণ তার  ভয়,
যাবার সময় শেষ প্রহরেও নক্ষত্র অবিচল,
সৃ‌ষ্টিছাড়া জীবন তবু রোজ অপেক্ষমান ...


শুধু আসা যাওয়া পথের পথিকৃৎ এক,
বোধ হয় অনন্ত চাউনিতে কাটে প্রতিক্ষণ ...