স্বপ্ন (দশ)


পাঠ


জন্মদিনে বাবা ছিলেন না ঘরে,
টয়ট্রেন নিয়ে ফিরেছে দুদিন পরে।


ব্যাটারিচালিত ট্রেনটা ঠিকই
লাইন বরাবর চলে,
বোনেরও নজর ওটার উপরে
দুজনই তাই খেলে।


লাইট জ্বলে না তেমন জোরে,
তা দেখে বোন ঠাট্টা করে।


বেজায় রেগে টাইট করে লাইট
স্ক্রু ড্রাইভার হাতে,
দেখেছে কাকাকে এমনি ফাইট
যখন তখনই দিতে।


কপালফেরে তারপর কী হলো?
পরের স্তবকে পুরোই বলা হলো।


কবিতা ষষ্ঠ/ তিন


বড় যে হতেই হবে


বাবা আমায় টয়-ট্রেনটা
                    দিয়েছে জন্মদিনে,
লাইট দুটি তার টাইট করতেই
                   ভাঙলো অলুক্ষুণে।
বলেন বাবা "ভাঙতে শিখেছো,
                আর দেব না গাড়ী। "
কি করে বোঝাই, গড়তেও পারি
                মাটির কলসী, হাঁড়ি ;
চুপ করে যাই। ইঞ্জিনিয়ার
                  হতে দাও একবার,
বাবা বলবেন, "দেখ্ তো বাবা,
            কী যে হলো ব্রেকটার! "


(চলবে)