কোরাস


আমরা এসেছি, আমরা এঁকেছি,
অনেক স্বপ্ন খোকার,
তা বলে ভেব না এমন স্বপ্ন
খোকার শুধুই একার।


তোমরা এখন বড়োর দলে
ভাবো না সেসব দিন,
যেদিন ছিলো খোকার মত
স্বপন সায়রে লীন।


ছিলোনা কি আর সেই সব দিনে
এমন ভাবনা দল?
বাধা পেলেও কী মনের আড়ালে
ফেলোনি অশ্রুজল?


মানছি আজ তোমরাই বড়,
হয়তো সঠিক শাসনও কর,
তা বলে কি আর স্বপ্ন ছাড়াই -
বড় বলো হয়েছিলে?
স্বপ্ন দেখে তো সব মানুষেই,
বড় হবার ও বাসনা থেকেই,
ধীরে ধীরে ওরা বন্দী হয় যে -
না জেনে স্বপ্নজালে।


তাই তো আমি ও আমরা সবাই
খোকার মতই কল্পনা আঁকি,
খোকার পথেই ভাঙা মন পথে
গড়ার চেষ্টা লুকিয়ে রাখি।


তোমরাও যদি দাও আমাদের
মনখুশিতে ছুটতে,
আশা তোমাদের নাও হতে পারে
একটুও আর মিথ্যে।


দেখো, আমরাও হতে ঠিক পারি
ছোট্ট থে‌কে মস্তো,
মনের সূর্য উদয়ের আগে
নাও যেতে পারে অস্ত।


ভাবনা ভাবতে সময় দিও গো
কাজের পাশে পাশে,
আর বলব কী? প্রণাম জানাই
সবারে 'স্বপ্ন' শেষে।


                       সমাপ্ত