এমন খোকন নিজেরই মন কেমনে বন্দি রাখে,
প্রথম কবিতা বলে সেই কথা 'ওরা আমায় ডাকে'...


প্রথম কবিতা -


ওরা আমায় ডাকে


ওরা যে আমায় ডাকে
কোন সুদূরের থে‌কে
সেই ডাক ভেসে আসে
জানি না,
রঙিন ও মায়াজালে
বাঁধা মন ওঠে দুলে
তাও এ মনেই ভাসে
চিনি না।


ভরা নদী ঢেউ তোলে
খোলা বায়ু বয়ে চলে
দেখে সবাই কেন যে
দেখে না,
ফুলে ভরা নীপ শাখে
দোয়েল কোয়েল ডাকে
শুনেও লোকে কেন তা
শোনে না?


সময় তার কি কম?
প্রশ্ন জাগায় ভ্রম,
ঠিক নয় কখনো তা
হয় না,
ভোলা মন নেই বলে,
খোলা মনে কই চলে?
সে দেখা হৃদয় ভরে
রয় না।


পাখির সুরেলা ডাকে
হাজার কাজের ফাঁকে,
সাড়া দিতে তর যেন
সয় না,
ওদের জগতে আমি
রঙে রূপে রসে নমি
দূরে যেতে মন আর
চায় না।


(চলবে) *