বাসের জানালায় হাত রেখে,
সামান্য একটু আনমনা হয়েই যেন -
স্বপ্নে বুক বাঁধছিলাম।
হঠাৎ গাছের ডালে হাত লেগেই
ঘড়িটা ছিটকে গেল,
বাস থে‌কে স্রেফ একদম বাইরে...


যাকে অনেক দেখেও কথা বলা হয়নি এখনো
সেই কিন্তু নজর করলো - 'যাঃ!ঘড়িটা...'
অল্পদামি বলেই তেমন হতাশ হলাম না।
এখন তো ওটা অনড় অচল পর্বতেরই মত!
গাড়ি থামলো না,
আমিও দূরে আরও দূরে...


ধাক্কা যখন তখনই আসে, আসবেও!
কিন্তু স্বপ্নের সওদাগরের সেই 'আহা রব'-
ঘড়িটা তো ওয়াচই করতে পারলো না।
সময় গুনতেই শুধু ওটা শিখেছে,
অথচ ক্যামেরা হলে,
নিঃসন্দেহে ধরে রাখতো মূল্যবান সময়টা আজীবন ...