ভালোবাসায় বসতি গড়েছি
সে তো বহুকাল হলো,
তবে কেন জ্বলুনি এখনো
এই বিরহী অভিমানের বারান্দায়?


বিষন্নমন যেন কোনো এক
ব্যর্থ প্রেমের অলিখিত শিলালিপি!
বর্ণালী স্মৃতিগুলোয় প্রিজমের বিচ্ছুরণ
আর অনুচিত দূরত্বের রোমান্টিকতা।


না পাওয়ার এস্রাজী সুর
বুকচেরা পশমি আবরণের মতো,
সরুগলিতে না ঢোকা চাঁদের আলো
বিদ্রুপই শুধু করে বার বার!


তবু আজও  জানি,
অশ্রুসিক্ত নির্ঘুম রাত পেরিয়ে
আসবেই স্বর্ণালি ভোর,
হাতে থাকা এক গোলাপগুচ্ছ সাথে নিয়ে!