মাছি ক্রোধে কাছি বেঁধে
পড়তো না ধকলে,
যদি,
গাছ থেকে মাছ ঝেঁকে
না আসতো দখলে।


রোদে তেতে ধানক্ষেতে
আগুন না লাগলে,
হায়!
গমকলে দমকলে
আসতো কি ডাকলে?


টিকটিকি দিয়ে ফাঁকি
বাগানেই ঘুরতো,
আার,
টেবিলেতে বারো ভুতে
খেতো বসে শুক্তো।


নিউটন কথা কন
ক্রিয়া নিয়ে যুক্তি,
তবু,
ঢিল খেয়ে কিল দিয়ে
হলো কই মুক্তি???