হাইওয়ে ছেড়ে বেরিয়ে রাস্তাগুলো,
চওড়ায় ক্রমশই দেখি
ছোট হয়ে আসে,
তবুও ঘরের পথ ধরার জন্যে
ওরা খুবই দামি,
আর ঠিক একই কারণে ওরা
বড়ই আপন...


ওই গলিপথে আমি গন্ধ ছড়িয়ে
হেঁটে যাই,
কখনোবা আলপথ ধরেও
আপন মনে গান গেয়ে পথটা কমাই,
দুএকটি পথচারী মেলে কখনও বা
চলতে থাকে, হাঁড়ির খবর....


তবুও ছুটতে হয়,
হাইওয়ের পথ বেয়ে সংগত কারণেই
কখন যেন ধানের গন্ধ ঢেকে
ঢেঁকুর তুলি বিরিয়ানির,
মেলাতে কষ্ট হয়-
বাদুলে মাঠের বিজলি চমক
পাশাপাশি নিয়নের নিয়ন্ত্রণ....