স্মৃতির পর্দারা একটা একটা করে খোলে না
এক ঝলক দমকা হাওয়ার মতই
যখন আসে তোলপাড় করে চলে যায়,
আর দ্বন্দ্বের মধ্যে বেশ কটা দিন...


কখনো দৈনন্দিন কাজকর্মের মাঝে
গুনগুনিয়ে বেসুরো গলায় গান আর
অসংগতি আপনজনের প্রশ্নের উত্তরে,
অনিয়মিত থতমত ভাব কখনো বা এতটুকু ...


তবু কালো আস্তরণের নীচে লুকোই অনেক
কয়েকটা দিন পার হলে আবারও
গতিশীল জীবনের দরবারে,
আর তখনই সৃষ্টি হয় নতুন ঘূর্ণাবর্ত...


বেরিয়ে যায় দমকা হাওয়া
রেখে যায় কিছু মানুষের বুকচাপা দীর্ঘশ্বাস শুধু ...