এভাবেই সকালে
উপরের থে‌কে নেমে আসা,
তিমিরাচ্ছন্ন এক
ঘন কুয়াশার হাত ধরে,
রোজ দেখি
জীবন্মৃতই মৃতের জীবন!


কেমন যেন টলায়মান
তার এই অবস্থান,
অথচ স্থিতিশীলের পর্দা
ভারী করে নিশ্চিন্তে
শুয়ে আছে কাঞ্চনকন্যা,
এখনো ঘুমিয়ে... অঘোরেই...


বরফের গলন
আর আজ নজরেই আসে না...