কলম ভাবুক-
কলম চাবুক।
কলম জ্বালাক,
কলম জ্বলুক।


কলমে জবাব-
কলম স্বভাব।
কলমে খোয়াব,
বাজাক রবাব।


কলম জাগুক,
কলম দেখুক।
কলম বলুক,
পথে তা নামুক।


তবুও কলম,
কলম চলুক।
কলমে থাকুক,
অমল ভাবুক।