ভাঙা জানলা দিয়ে
ভিজে জোছনার আসা যাওয়া,
স্যাঁতসেঁতে মাঠে হাসনাহেনার গন্ধে
পাগল মনের উড়ে চলা,
সবই ছিলো,
তাও ভাবতাম, আমি কি সেই আমি...


একখন্ড ভালোবাসা মুক্ত মেঘের মতো
ডাক দিয়ে যেতো বারবার,
স্মৃতি জুড়ে বাজতো বেদনার মর্মধ্বনি
নীলের মধ্যেও চকচকে ছায়াপথে
একই ভাবে,
তখনও ভাবতাম, আমি কি সেই আমি...


কতই হাঁকডাক, বেজে ওঠা শাঁখ,
রাঙা চন্দনে সাজানো মিষ্টিমুখ
মুখ থুবড়ে পড়ে, প্রতিধ্বনি ফেরে,
খোদ বন্ধনেই শিথিলতা নামে
বিস্ময়ে দেখি,
মনে মনে ভাবি, আমি কি সেই আমি...


আজ বন্দী নিজেই রজনীগন্ধা মালায়
আতর আর ধূপের ছড়াছড়ি
ঘরের সন্ধ্যে প্রচণ্ড ভারি মনে হয়
সবার মধ্যে আমি একা শোয়া
অবাককাণ্ড,
তফাতে থে‌কে ভাবি, আমি কি সেই আমি...