ডুবে যাওয়া চাঁদটা টিলার ওপারে
মহাঘন কুয়াশার অন্ধকারে,
কৃষ্ণপক্ষ আড়ালে থেকে হাসে...


ভেজা বাঁশির সুরে ওই শিশির ঝরে
হৈমন্তিকার দেয়া কুটিল নজরে,
বিষাদভরা বৈকল্য রোদে ভাসে...


ক্লান্ত পথচারী আর জল খোঁজে না
কোথাও গোপনীয়তার আনাগোনা,
শূন্য মনে হায়, ধ্রুবতারাও ত্রাসে...


ফুলঝরা নবীন সৌন্দর্যের প্রেম
আঁকড়ে ধরে জলন্ত কোনো ফ্রেম,
কেবলই রুদ্ধ কান্নার প্রতিভাসে...


*********************************


*** আমার বোন অর্পিতা রায় হালদারের এক‌টি লেখা ভালো লাগায়, তার ছায়া অনুকরণেই এই রচনা।