ঠিক রাত দুপুরেতে
ধুমাধুম কি আওয়াজ!
পাশঘরে পাগলাটা
বাজাচ্ছে পাখোয়াজ।


ঘুমোবে সাধ্যি কার!
দেখি, খোলা জানলা-
মাথা নেড়ে গায় ওই
নেড়া বিশে পাগলা।


বালতিতে জল নিয়ে
ছেটালাম বিছানায়,
হেসে তাও বিশে ওই
হাতদুটো কচলায়...


"মেঘমল্লার রাগে
বৃষ্টি তো হওয়া চাই,
কে বলো আটকাবে...
তাল ছিলো বাঁজখাই"।