তারুণ্য তবু যায় না।


জীবন আছে, চলতে হয়
জীবন ধারায় জ্বলন রয়
তারুণ্যেরই পরিচয়
যদিও পিছু হটে না...


একটু শান্তি পেতে চাই
জীবন বাজি, দেখতে যাই
দিশার নাগাল যদি পাই
তবুও সে কাছ ছাড়ে না...


বিষধর ফণী সম
কাঁপিছে হৃদয় মম
তাও দূরে প্রিয়তম
উত্তর কিছু মেলে না...


তরুণ তুর্কি বোঝেনা!


*********************


***কবিবর শহীদ উদ্দিন আহমেদ
রচিত "তারুণ্য" রচনার মতামতের
অনুসরণে এই লেখা। তাই তাকেই
উৎসর্গ করলাম।