.


                ( 1 )


চাঁদের আলোই   কবির প্রেরণা।
আমি নই কবি   তাই মনে ভাবি
চাঁদের এ আলো   শুধুই ছলনা।


                  ( 2 )


যেবা যায় লঙ্কায়   সেই তো বনে রাবণ,
রাবণ করে গমন       আকাশেই ভ্রমন।
রামের সুমতি আজ    নেই হননের মন।


                   ( 3 )


দুই সভাতে নকল যুদ্ধ বিফল মানি,
আসল যুদ্ধ লড়বে যারা, না ছোঁয় পানি।
লোকের ঘাড়ে আঁছড়ে পড়ে,জ্ঞানী ও গুনী।