নয়ন মুদে যা দেখা যায়
মূল্য তো কেউ দেয় না,
আতশবাজিও চমকায়
তবু চোখ খোলা যায় না।


নজর বন্দী হলেই পাখি
রূপসাগরের আয়নায়,
অমৃত স্বাদে কাজলা আঁখি
শিকড় ছড়িয়ে দূরে যায়।


চরম তাপে ক্ষীর বিফলে
কুসুম তাতে জমে সুধা,
বৃক্ষ দোলে বৃষ্টি জলে
চির সুখী ওই বসুধা।


উছল কেনো থির নদীতে
কৃপণ দৃষ্টি বর্ষে,
পলির হদিশ দিনেরাতে
কাটাতে জীবন হর্ষে।


###################
*** কুসুম তাতে > অল্প গরমে।