কোনো এক অভাগীনির কান্না - অচিরেই,
অসংলগ্ন রাস্তায় গুটিসুটি বিছিয়ে গেলো।
একদম পাকাপাকি সেই দক্ষিণের দিকে।


শরীরে প্রতিটা না দেখা বাঁকের মতোই,
তারও অনেক বাঁক। একবার তা থেকেই,  
বার্তা এলো, "থামো পথিক, আর নয়"।


কি জানি ছোট্ট সাঁকোয় কেন ভয় পেলো?
এরকম ছোটখাটো বাধা তো স্বাভাবিক;
তবু কখ‌নো তার নাড়াচাড়াই গন্ধ ছড়ায়।


পথিক থামতে শেখেনি ; সবাই পারেও না,
ফলবশতঃ দুয়ারে তার প্রতীক্ষায় শমন!
নীরবে ধরা দিলো ক্লান্ত পরিক্রমা শেষে।


আর কখনোই কেউ তাকে -
সচেতন যে করবে না, নিশ্চিত একদমই...