মনপাগল উচ্ছ্বাস আশেপাশে নিয়ে
বিবশিত বালুচরে ঢেউ আছড়ায়,
ঝড়োমন উড়ে যায় আঁচল বন্ধনে।
অশনিসঙ্কেত তবু ডাক দিতে থাকে,
'বহুক্লান্ত নিশিপথ  চলবার বাকি
তফাত যাও রে ভাই, মনকে বাঁচাও।'
অতর্কিতে সতর্কতা ছদ্মবেশে এসে
চঞ্চল আশ্রয়স্থল খুঁজতে উদ্যত।


বৃষ্টি এড়ানোর জন্যে কত না চাতুরী!
ঘরে ফিরে আসা মিছে ছাদের সন্ধানে...
অপূর্ণ খাঁচাটা চেনে হিমেল বাতাস,
আবেশের ক্ষণে মনে যত আশা ছিলো
হতাশার অন্ধকারে এখন মলিন।
ব্যথা প্রশমনে কুঞ্জ বিরহ সঙ্গীতে।