দিনের উত্তাপ গ্রাস করছে ক্রমাগত
রাতের ভিজে স্নিগ্ধতা,
আলো আঁধারির পথ বেয়ে
নিশুত রাতের নীরব কান্না
এখন আর ভেজাতে পারছে না মেদিনী,
মেটাতে পারছে না মৃত্তিকার আগ্রাসী তৃষা।


কালো মেঘও জমে জমে হতাশ!
নেই এতটুকু সংঘবদ্ধতা,
তাই এখনো ধারাপাত নিরুত্তর!!!
জলের শব্দ ভাঙা সামান্য গতিতে
করতে পারছে না জ্বালার অবসান,
তাই শুধুই আকাশপথে ওড়া।


তবুও আকর্ষণের অমোঘ নিয়মে,
পুলকিত হবেই ধরণী-
আর, সেদিন তাকে ধরে রাখাই দায়!
তা তা থৈ থৈ নৃত্যে সেও
নটরাজের মুঠো হতে সৃজিবে ফসল,
আর আমরা মেঘপরীকে জানাবো কুর্নিশ।