এক) নবোদয়


গ্রহণ ছিলো ; যায়নি এখনও,
নানান রঙেতে ভুবন কাঁপানো।
ভারত সূর্য! যায়না ডোবানো!!


দুই) গ্রহণের পথে


ভারতবর্ষে গ্রহণ লেগেছে,
আমোদীরা সব কানুনে মেতেছে,
চিন্তাশীলেরা? আঁধারে রয়েছে।


তিন) চাঁদের মেলা


চাঁদের জন্ম সূর্য আলোয়,
ক্ষমতা কী তাকে ভরবে কালোয়?
হাজারো চাঁদ যে - আলোর আলোয়!


******************************


** 26/12/19 শে সকালে প্রভাতী
হাঁটার সময় সূর্যগ্রহণের অনুভূতি।
দুদিন বাদেতে পোস্ট করতে হলো
কারণ সিরিজের পোস্ট চলছিল।


******************************